বাইডেনের জয় নিশ্চিত করলো মার্কিন কংগ্রেস

বাইডেনের জয় নিশ্চিত করলো মার্কিন কংগ্রেস

অনলাইন ডেস্ক

মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের জয় সুনিশ্চিত করেছে। বুধবার ডোনল্ড ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে হামলা চালায়। এসময় আইনজীবী এবং সিনেটরদের কক্ষ ত্যাগে বাধ্য করে ট্রাম্প সমর্থকরা। পরে আজ এই ঘোষণা আসে সিনেট থেকে।

এর মাধ্যমে ২০ জানুয়ারি বাইডেনের ক্ষমতা গ্রহনে আর কোন বাধা থাকলো না।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপটল হিলে ট্রাম্পপন্থীদের হামলার পর কংগ্রেসের অধিবেশনে বাইডেনের জয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয় চূড়ান্ত করেছে কংগ্রেস।


যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে সংঘর্ষে নিহত বেড়ে চার

জো বাইডেনের সাথেই আছি : কমলা হ্যারিস


একইসঙ্গে জর্জিয়া ও পেনসিলভানিয়ায় জো বাইডেনের পাওয়া ইলেকটোরাল ভোট নিয়ে ট্রাম্পের চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে কংগ্রেস।

ট্রাম্পপন্থীদের হামলার কারণে থমকে গিয়েছিল কংগ্রেস অধিবেশন।

এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশ্বনেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ক্যাপিটল হিলে হামলা মার্কিন গণতন্তের জন্য চরম অসম্মানের। ক্যাপিটলহিল যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতিমূর্তি।

ews24bd.tv /আয়শা