ভারত-বাংলাদেশ এক সঙ্গে কাজ করছে: বিক্রম দোরাইস্বামী

ভারত-বাংলাদেশ এক সঙ্গে কাজ করছে: বিক্রম দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, কোভিড মহামারির সময় বন্ধুদেশ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। চুক্তি অনুসারে ভ্যাকসিন রপ্তানি করবে প্রতিবেশটি দেশটি।

বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।


আরও পড়ুন: বাইডেনের জয় নিশ্চিত করলো মার্কিন কংগ্রেস


এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সেখানেও তিনি চলমান করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই এই কোভিড মহামারির সময়ও দু'দেশ একসঙ্গে কাজ করছে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে উভয় দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। এসময় বাংলাদেশ সরকারের জি টু জি এবং উন্মুক্ত দর পদ্ধতির মাধ্যমে ভারত থেকে দ্রুত চাল আমদানি করতে অগ্রাধিকার ভিত্তিতে পোর্টের সকল সুবিধা দেয়ার নিশ্চয়তা দেন ভারতীয় হাইকমিশনার।

news24bd.tv আহমেদ