ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট কিশোরের জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ বুধবার
আওয়ামী লীগের একশ’র বেশি বিদ্রোহী
নয়ন বড়ুয়া জয়
চট্টগ্রাম সিটি নির্বাচনে ৫৫ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের একশর বেশি বিদ্রোহী প্রার্থী । এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। সিনিয়র নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে । এদিক থেকে সুবিধাজনক অবস্থানে বিএনপি । তাঁদের বিদ্রোহী প্রার্থী রয়েছে মাত্র ৬ জন ।
আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্টানিক প্রচার- প্রচারণা । এ নির্বাচনে ৪১টি সাধারণ ও ১৪টি মহিলা ওয়ার্ডে ৫৫টি কাউন্সিলর পদে মাঠে লড়ছেন আওয়ামী লীগের এক’শর বেশি বিদ্রোহী প্রার্থী । এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে।
১০টি ইউটার্ণের খরচ ৩১ কোটি টাকা
দাঙ্গাকারীদের ‘দেশপ্রেমিক’ বললেন ট্রাম্পকন্যা
বিদ্রোহী প্রার্থীদের আগামীতে আর মনোনয়ন দেওয়া হবে না: কাদের
বুধবার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া কাউন্সিলর প্রার্থীদের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী দফায় দফায় বৈঠক করেন । পরে বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিস্কারের দাবি জানান তিনি ।
সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
এদিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি । তাদের বিদ্রোহী প্রার্থী রয়েছে মাত্র ৬ জন । সুষ্ঠু ভোট হলে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের জয় সুনিশ্চিত বলে মনে করেন মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন। এদিকে এ নির্বাচনকে কেন্দ্র করে প্রেসে প্রেসে চলছে পোস্টার ব্যানার ছাপানোর কাজ । করোনার কারণে দীর্ঘদিন ব্যবসা মন্দা গেলেও নির্বাচনের কাজ পেয়ে খুশী প্রেস মালিকরা ।
চট্টগ্রাম সিটি নির্বাচনে মোট ভোটার রয়েছে ১৯ লাখেরও বেশি ।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য