এইচএসসির ফল জানা যাবে যেভাবে

এইচএসসির ফল জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা হয়নি। পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি না থাকায় ২০২০ সালের সকল এইচএসসি পরীক্ষার্থীকে অটোপাস দেয়া হয়।  

কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও প্রকাশ করা হয়নি এইচএসসির ফলাফল। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা না নিয়ে এইচএসসি’র ফল প্রকাশ করতে অধ্যাদেশ জারি মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জানুয়ারির শুরুর দিকেই অধ্যাদেশ জারির সম্ভাবনা রয়েছে।

২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন ঘরে বসেই তা সংগ্রহ করা যাবে। এ জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের।


আরও পড়ুন: সাতক্ষীরায় শীতে দুর্ভোগ চরমে, বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ


বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে টেলিটক প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে।

প্রি-রেজিস্ট্রেশন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক