বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

Other

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

দুপুর আড়াইটা থেকে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ইস্ট-ওয়েস্ট লিমিটেড কারখানার শ্রমিকরা গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ।


আবারও অবৈধ মোবাইল ফোন বন্ধের ঘোষণা

গ্যাংটকে ব্যস্ত সৃজিত-মিথিলা


শ্রমিকদের পক্ষ থেকে জানা যায়, গত দুই মাস যাবৎ কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়া নিয়ে তালবাহানা করছে।

সকালে শ্রমিকরা বেতন দাবী করলে নভেম্বর মাসের বেতন এই মাসের ১১ তারিখে দেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়।

তবে শ্রমিকরা দুই মাসের বেতন দাবী করলে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।

news24bd.tv / nakib