কিউবিস্ট ভাস্কর্য: অদৃশ্য কলাকার

কিউবিস্ট ভাস্কর্য: অদৃশ্য কলাকার

Other

কলাকার বা কালোয়াত (Virtuoso) মার্কিন শিল্পী ডেভিড অ্যাডিকিস (জন্ম ১৯২৭) নির্মিত একটি বৃহদাকার কিউবিস্ট ভাস্কর্য। ৩৬ ফুট উঁচু এই ভাস্কর্যটি একজন সেলো বাদকের।

news24bd.tv

ভাস্কর্যটি একজন কলাকার বা সেলোবাদকের হলেও তার পুরো দেহকাঠেমোটি এতে অদৃশ্য। কেবল তার বাধনরত দুটি হাত ও মাথা দেখা যাচ্ছে।

news24bd.tv

কিউবিস্ট আর্ট ফর্মে তৈরি বড় গোঁফ ও শ্বশ্রুমণ্ডিত ভাবগম্ভীর মুখমণ্ডল বিমূর্ত ধরনের। প্রকৃতির অনুকরণ বা স্বাভাবিক মানুষের প্রতিকৃতি বা অনুকৃতি কোনোটাই নয়।

এটি নির্মাণ করা হয়েছে কংক্রিট দিয়ে। সংগীত, নৃত্য ও পারফর্মিং আর্টের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৮৩ সালে এটি স্থাপন করা হয়।

টপিয়ারি: জীবন্ত ভাস্কর্য

সৌদি আরবের উট-সংস্কৃতি ও উটের ভাস্কর্যের বিশ্ব রেকর্ড

এটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন নগরীর কেন্দস্থলে ৬০১ প্রেইরি সেন্ট, টিএক্স ৭৭৭০২-এ অবস্থিত থিয়েটার এলাকার লিরিক সেন্টার ভবনের পাশে স্থাপন করা হয়েছে। প্রেইরি ও স্মিথ স্ট্রিটসের ইন্টারসেকশন থেকে এটি দেখা যায়।

সেলো বাদকের পেছনে আরো তিনজন সংগীতশিল্পীর প্রমাণ সাইজের ভাস্কর্য রয়েছে। একজন ভায়োলিন, একজন বেস ভায়োলিন ও অন্যজন ফ্লুট বাজাচ্ছেন। চারজনের একটি বাদক দল বা কোয়ার্টেট।

লেখক : হারুন আল নাসিফ : কবি, ছড়াকার, সাংবাদিক।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর