ক্রিকেটে দাদার দাদগিরি শুরু

ক্রিকেটে দাদার দাদগিরি শুরু

অনলাইন ডেস্ক

সবার দাদা(সৌরভ গঙ্গোপাধ্যায়) হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন আজই। কিন্তু এরই মধ্যে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্যাপারট যেন দাদার জন্যই অপেক্ষায় ছিলো বোর্ড কর্তারা! সৌরভ বাড়ি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওপর সরকারীভাবে চাপ দিল বিসিসিআই।  

বিসিসিআই এর পক্ষ থেকে কড়া ভাষায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কে জানিয়ে দেয়া হয়েছে , ব্রিসবেনে কোয়ারেন্টিনের কঠোর নিয়ম রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেরা মানবেন না।

আমি সিঙ্গেল সালমান জাস্ট ফ্রেন্ড : লিয়ানা

সাংবাদিক পরিচয়ে ইয়াবা ব্যবসা : ধরা পুলিশের জালে

১০টি ইউটার্ণের খরচ ৩১ কোটি টাকা

দাঙ্গাকারীদের ‘দেশপ্রেমিক’ বললেন ট্রাম্পকন্যা

বিদ্রোহী প্রার্থীদের আগামীতে আর মনোনয়ন দেওয়া হবে না: কাদের

ভারতীয় বোর্ডের এক শীর্ষ কর্তা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান আর্ল এডিংসকে এই চিঠি দিয়েছেন।

সেখানে সিএ-কে মনে করিয়ে দেওয়া হয়েছে, এই সিরিজ নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেখানে কোথাও বলা ছিল না, এক শহর থেকে অন্য শহরে গেলে ভারতীয় দলকে দ্বিতীয়বার কোয়রান্টিনের কঠোর নিয়ম মানতে হবে।

এক বোর্ড কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা লিখেছে, এখনও ওদের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু আজ বিসিসিআই সরকারী ভাবে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, ব্রিসবেনে যদি শেষ টেস্ট করতে হয়, তাহলে ভারতীয় দলের জন্য হার্ড কোয়ারিন্টেনের নিয়ম রাখা চলবে না।

যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেখানে কোথাও দু’বার হার্ড কোয়রান্টিনের কথা বলা ছিল না।

news24bd.tv/আলী