নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
দলীয় পরিচয়ে দুর্নীতিবাজরা ছাড় পাবে না
শাহ আলী জয়
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করা হবে। তিনি বলেছেন, দলীয় পরিচয়ে ছাড় পাবে না কোনো দুর্নীতিবাজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে কোভিড পরিস্থিতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও জানান সরকার প্রধান।
আরও পড়ুন: প্রচলিত হিলা বিয়ে কি ইসলামে নিষিদ্ধ?
সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষ্যে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ। গেল এক যুগে সরকারের অর্জন এবং চলতি মেয়াদের নানা পরিকল্পনার কথা উঠে আসে আধাঘণ্টার ভাষণে। বছর জুড়েই করোনার সঙ্গে যুদ্ধ প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, সর্বোচ্চ প্রচেষ্টার ফলে বাংলাদেশে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক কম।
বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা সামাজিক সুরক্ষায় বাংলাদেশের অর্জন ঈর্ষনীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এই ধারা অব্যাহত রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, করোনা মহামারীর মধ্যেও সঠিক পথে আছে বাংলাদেশের অর্থনীতি। পূর্ণ অবয়ব পেয়েছে পদ্মা সেতু। আগামী বছরের মধ্যে যেখান দিয়ে চলবে যানবাহন ও রেল। থেমে নেই মেট্রোরেল, কর্ণফুলী টানেল কিংবা রূপপুর পারমানিবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন মান উন্নয়ন করা সরকারের কর্তব্য। এক যুগে তা পালনে কতটা সফল হয়েছে তা বিবেচনার ভার জনগণের হাতে ছেড়ে দেন সরকার প্রধান।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য