টালিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী। তার অভিনয় বরাবরই প্রশংসিত দর্শকমহলে। কাজের ব্যস্ততা, শরীরচর্চা, পোষা প্রাণীদের সময় দেওয়ার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিমি। সেরকমই শনিবার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তার একাধিক ছবি রয়েছে। যার মধ্যে একটি ছবি দেখে বোঝা যাচ্ছে, মাইগ্রেনের সমস্যায় ভোগেন তিনি। মিমির শেয়ার করা ছবিতে একদিকে যেমন দেখা যাচ্ছে, তার জিমের ছবি। অন্যদিকে মেদহীন স্বাস্থ্যও ধরা দিয়েছে ক্যামেরাতে। এর মধ্যে একটি ছবি ছিল, যেখানে নায়িকার চোখের ওপর আইস প্যাক লাগানো। এই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, মাইগ্রেনের যন্ত্রণা যখন হতে শুরু করে। প্রসঙ্গত, মিমি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বহু বছর ধরেই। গত বছরও অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া...
যে কারণে যন্ত্রণায় কাতর হয়ে আছেন মিমি
অনলাইন ডেস্ক

মুকুলের মৃত্যুর খবর শুনেও দেখতে আসেননি সাবেক স্ত্রী
অনলাইন ডেস্ক

৫৪ বছর বয়সে অভিনেতা মুকুল দেব মারা গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, গত আট-দশ দিনে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল। তবে মুকুলের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের দাবি, এই শারীরিক অবনতির পেছনে একাকীত্ব এবং অবসাদ বড় কারণ ছিল। তাদের মতে, মুকুলের জীবনে একসময় স্ত্রী থাকলেও সেই সম্পর্ক টেকেনি এবং মৃত্যুর খবর পেয়েও তার স্ত্রী শিল্পা দেব দেখতে আসেননি। দিল্লির মেয়ে শিল্পার সঙ্গে মুকুলের বিয়ে হয়েছিল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের পর থেকেই তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়েও মতবিরোধ শুরু হয়। যার কারণ ২০০৪ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০০৫ সালে তাদের মেয়ে সিয়াকে নিয়ে শিল্পা স্থায়ীভাবে দিল্লিতে চলে যান এবং আর ফিরে আসেননি। তখন সিয়ার বয়স ছিল মাত্র দুই বছর। স্ত্রী শিল্পার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, মেয়ে সিয়ার সঙ্গে মুকুলের...
কানে সেরা অভিনেত্রী নাদিয়া মেলিতি, অভিনেতা ওয়াগনার
অনলাইন ডেস্ক

পর্দা নেমেছে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের। শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় বসেছিল কানের ৭৮তম সমাপনী আসর। এবারের কান উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান অভিনেতা ওয়াগনার মোরা। আর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফরাসি অভিনেত্রী নাদিয়া মেলিতি। সেরা অভিনেতা ওয়াগনার মোরা মূলত প্রশংসিত হয়েছেন তার অভিনীত নতুন ছবিতে (দ্য সিক্রেট এজেন্ট) গভীর ও প্রাণবন্ত চরিত্র উপস্থাপনের জন্য। বিশ্বজুড়ে সমালোচকরা তার অভিনয়কে সাহসী ও আবেগঘন বলে আখ্যা দিয়েছেন। তাই নার্কোস খ্যাত এই অভিনেতার হাতেই উঠেছে আন্তর্জাতিক স্বীকৃতি। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ফরাসি অভিনেত্রী নাদিয়া মেলিতি। তিনি এই সম্মাননা পেয়েছেন ফ্রান্সের চলচ্চিত্র দ্য লিটল সিস্টার-এ তার অনবদ্য অভিনয়ের জন্য। সিনেমাটিতে একজন...
‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন শাকিব
অনলাইন ডেস্ক

পর্দা নেমেছে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের। শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় বসেছিল কানের ৭৮তম সমাপনী আসর। কান চলচ্চিত্র উৎসবে এবার ইতিহাস গড়লো বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। উৎসবে স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের স্পেশাল মেনশন পায় বাংলাদেশি সিনেমাটি। বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল আলী। দেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে আদনান আল রাজীবসহ পুরো আলী টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদনের বিভিন্ন অঙ্গনের তারকারা। ঘটনাটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করছেন ঢালিউড কিং শাকিব খান। এ নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়েছে। ফটোকার্ড শেয়ার করে শাকিব খানের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ!...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর