'শিক্ষকের স্কেলের আঘাতে' চোখ গেল স্কুলছাত্রীর

'শিক্ষকের স্কেলের আঘাতে' চোখ গেল স্কুলছাত্রীর

নিউজ ২৪ ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কলমের কালি হাতে লাগায় শিক্ষকের স্কেলের আঘাতে স্কুলছাত্রীর চোখ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে স্কুলছাত্রী ফোয়ারার পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে দহকোলা গ্রামের মনতেজার রহমান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুরাদ হোসেন গ্রেপ্তার করে পুলিশ।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন ও পারিবারিক সূত্র জানায়, স্কেলের আঘাতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মারিয়াতুছ ফোয়ারার চোখ নষ্ট হয়েছে।

এ বিষয়ে ফোয়ারার বাবা শরিফুল ইসলাম মঙ্গলবার রাতে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ছাত্রীর পিতা শরিফুল অভিযোগ করেন, গত ১২ অাগস্ট স্কুলে থাকার সময় ফোয়ারার স্কেলে লাগা কালি ওই শিক্ষকের হাতে লেগে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে একই স্কেল দিয়ে ফোয়ারাকে আঘাত করেন। আঘাত তার চোখে লাগে।

এতে চোখে রক্তক্ষরণ হলে প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকরা বলেছেন, ফোয়ারার চোখ নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসা করতে হলে মেয়েকে এখন ভারতে নিয়ে যেতে হবে। কিন্তু অর্থের অভাবে আমি মেয়েকে নিয়ে যেতে পারছি না।

সম্পর্কিত খবর