ট্রাম্পের মিত্র কমছে, দূরে সরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্টও

ট্রাম্পের মিত্র কমছে, দূরে সরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্টও

Other

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দাঙ্গার ঘটনায় ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করছেন একের পর এক কর্মকর্তা। এরইমধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনসের সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

বর্তমানে তার পাশে রয়েছেন অল্প কয়েকজন মিত্র। এরইমধ্যে পদত্যাগ করেছেন ট্রাম্পের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক বিশেষ দূত মিক মালভেনি, হোয়াইট হাউজের অর্থনীতি পরিষদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান টাইলর গডস্পিড এবং ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথুজ।

 


ওয়াশিংটনে কারফিউ আরো ১৪ দিন

বস্তা প্রতি ৩০০ টাকা কমেছে চালের দাম

এই বয়সে দলবেধে ধর্ষণের চিন্তা কেন?


এছাড়াও পরিবহনমন্ত্রী এলেন চাও ও শিক্ষামন্ত্রী বেটসি ডেভস ও রয়েছেন পদত্যাগের তালিকায়। ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় সর্বশেষ পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্যাপিটলের পুলিশ প্রধান স্টিভেন সান্ড।

news24bd.tv নাজিম