অলিম্পিক নির্ধারিত সময়ে করার আশা জাপানের প্রধানমন্ত্রীর

অলিম্পিক নির্ধারিত সময়ে করার আশা জাপানের প্রধানমন্ত্রীর

Other

বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে করোনার টিকাদান কর্মসূচি। শেষ পর্যায়ের গুণাগুণ যাচাইয়ের পরীক্ষায় চীনের সিনোভ্যক টিকাটি ৭৮ শতাংশ কার্যকর বলে তথ্য দিয়েছে ব্রাজিল। এরইমধ্যে ১৫ লাখ মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগ করেছে ব্রিটেন।

আর টিকা চলে আসায়, ২০২১ সালের অলিম্পিক পূর্বনির্ধারিত সময়েই আয়োজনের আশ্বাস দিয়েছে জাপান।

এদিকে, চলতি মাসের মধ্যেই বিশ্বের দরিদ্র দেশগুলো ভ্যাকসিন হাতে পাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জানুয়ারি থেকেই টিকাদান কর্মসূচির ঘোষণা দিয়েছে ব্রাজিল। এরইমধ্যে সিনোভ্যাকের ১০ কোটি ও অ্যাস্ট্রাজেনেকার ১০ কোটি ডোজের অর্ডার দিয়েছে দেশটি। শেষপর্যায়ের গুণাগুণ যাচাইয়ের পরীক্ষায় ৭৮ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে চীনের করোনাভ্যাক, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ব্রাজিলের কর্মকর্তারা।

বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাজ্যে ১৫ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

আরও পড়ুন: নার্সের কাণ্ড, করোনা রোগীর সঙ্গে যৌনতা, দেখুন ভিডিও

ফের ভাইরাল প্রভার ভিডিও

লক্ষাধিক টাকার কাজ ১১ হাজার টাকায় করেন অপু!

করোনা শনাক্তকরণ পরীক্ষা ও টিকাদান কর্মসূচি ২০২২ সালেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

চলতি বছরের জুলাইতেই শুরু হওয়ার কথা অলিম্পিক খেলার আসর। তবে মহামারী পরিস্থিতির উন্নতি না হলে বাতিল হয়ে যেতে পারে আয়োজন। তবে জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির ফলে বাধাহীনভাবেই অলিম্পিকের আয়োজন এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাকস কর্মসূচির মাধ্যমে চলতি মাসেই দরিদ্র দেশগুলো হাতে পেয়ে যাবে করোনার ভ্যাকসিন, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে সংস্থাটি।

news24bd.tv তৌহিদ