রবিবার বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন

রবিবার বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন

অনলাইন ডেস্ক

আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। বিকেলে রাজধানীর একটি হোটেলে ম্যারাথনে অংশ নিতে যাওয়া দেশী ও বিদেশি দৌড়বিদদের পরিচিতি পর্ব ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

যেখানে জানানো হয়, এই ম্যারাথনের অনুমোদন দিয়েছে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্টস রেসেস ও আন্তর্জাতিক অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন।  

এবারের আসরে ফ্রান্স, কেনিয়া, বাহরাইন, ইউক্রেন, মরোক্কোসহ বিভিন্ন দেশের মোট ৩৭ জন দৌড়বিদ অংশ নেবেন।

৪২.১৯৫ কিলোমিটারের ফুল ম্যারাথন আর্মি স্টেডিয়াম থেকে শুরু হবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ছয়টায়।  

কলকাতায় যে কাজই পাব, লুফে নিয়ে চলে যাব: তাহসান

বোমা হামলার মাস্টারমাইন্ডের মুক্তি

গাজীপুরে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে যা হলো

একই স্থান থেকে ২১.৩৯৭ কিলোমিটারের হাফ ম্যারথন শুরু হবে ৬টা ৪০ মিনিটে। ফুল ম্যারাথনে বিদেশী এলিট বিভাগে চ্যাম্পিনরা পাবেন ১৫ হাজার মার্কিন ডলার। আর সার্ক ও দেশী দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়ন পাবেন ৫ লাখ টাকা।

news24bd.tv নাজিম