শিশুমৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা, মোদীর শোক প্রকাশ

শিশুমৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা, মোদীর শোক প্রকাশ

অনলাইন ডেস্ক

মহারাষ্ট্রের হাসপাতালে অগ্নিকাণ্ডে সদ্যোজাতের মৃত্যুর ঘটনার শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনাকে অত্যন্ত হৃদয়-বিদারক বলে জানিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের বান্দ্রায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে শিবসেনা নেতৃত্বাধীন জোট সরকার। একই সঙ্গে হাসপাতালের অবিলম্বে অডিট রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।


ঘোড়ার টানে মিশরে অস্ট্রেলিয়ান দম্পতি

রূপচর্চা করতে গিয়ে লন্ডনে পুলিশি বিপাকে প্রিয়াঙ্কা

এক বছরে সোনার দাম বেড়েছে ১৪ বার


রাত ২টার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বান্দ্রার সরকারি হাসপাতালে। সেখানে অগ্নিদগ্ধ হয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ১ থেকে ৩ মাসের মধ্যে।

হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) আগুন লেগেছিল।

সূত্রের খবর ১৭ জন শিশু আইসিইউতে ভর্তি ছিল। তার মধ্যে ১০ জন শিশুকে কোনভাবেই উদ্ধার করা যায়নি।

news24bd.tv / nakib