রিচার্ড বার্নেটকে গ্রেপ্তার করলো এফবিআই

রিচার্ড বার্নেটকে গ্রেপ্তার করলো এফবিআই

অনলাইন ডেস্ক

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক রিচার্ড বার্নেটকে গ্রেপ্তার করেছে এফবিআই। আরকানসাস রাজ্যের লিটল রক থেকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় তাকে।

ক্যাপিটল হিলে হামলায় মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির টেবিলে পা উঠিয়ে বসে ছবি তুলেছিলেন রিচার্ড বার্নেট। এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


ঘোড়ার টানে মিশরে অস্ট্রেলিয়ান দম্পতি

রূপচর্চা করতে গিয়ে লন্ডনে পুলিশি বিপাকে প্রিয়াঙ্কা

এক বছরে সোনার দাম বেড়েছে ১৪ বার


রিচার্ড ক্যাপিটল ভবন থেকে বাইরে বেরিয়ে স্পিকার পেলোসির অফিস থেকে নিয়ে আসা একটি মেইল হাতে উঁচিয়ে ক্যামেরায় পোজ দেন। ঘটনার সময় রিচার্ডের মুখে দাঁড়ি এবং মাথায় ছিল বেসবল ক্যাপ। কিন্তু পরে তিনি ক্লিন শেইভ করে করে বেশভুষা পরিবর্তন করে ফেলেন।

তার বিরুদ্ধে জনগণের সম্পদ তছরুপ, সংরক্ষিত স্থানে অবৈধ অনুপ্রবেশসহ ৩টি ফেডারেল অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে নিজেদের হেফাজতে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে এফবিআই।

news24bd.tv / nakib