যতক্ষন শ্বাস আছে চিৎকার জারি রাখব

যতক্ষন শ্বাস আছে চিৎকার জারি রাখব

Other

বছর দুয়েক আগেও আমার ক্লান্ত লাগতো, অসুস্থ হয়ে যেতাম, বমিটিং লাগতো, নার্ভাস ব্রেকডাউন লুকাতে ঘর আটকে খানিকক্ষণ একা থাকতাম, খিটমিট করতাম সবার সাথে, হতাশ হয়ে ভাবতাম, অন্ধের দেশে কি কাজে লাগে বেলজিয়াম এর আয়না বিক্রয়! 

এখন এসবের কিছু হয় না। হতে পারে আমার মানসিক স্থিতি বেড়েছে, বয়স আর অভিজ্ঞতা বেড়েছে, এখন ঠান্ডা আর শান্ত হয়েছি।  

সংবাদপত্রের কমেন্ট সেকশন আমাকে ভীত করে না আর। আমি চারপাশে এই মুখগুলোই তো দেখি কোনও না কোনও ফর্মে।

এদের মুখ আর চোখের সামনেই তো আমি বাঁচতেছি, হাঁটতেছি, কর্ম করে খাচ্ছি। এরাই তো আমার ভাই, বোন, বন্ধু, সহকর্মী। এরা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছে অথবা আমি এদের চোখে রাখছি চোখ! 


দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্ত কমেছে

আবাসিক কটেজ থেকে ৫২ জন নারী-পুরুষকে আটক

যশোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


না, আসলে কিছু বদলাতে পারিনি। কিন্তু কি করবো, জীবনও তো দামী! মরে তো যেতে পারবো না।

 

মনে হয়, ক্রমাগত কাঁটাযুক্ত ঝোঁপঝাড়ের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে জীবন পার করছি। ছঁড়ে যাচ্ছে শরীর। এবং এই জীবনই বাকীটা জীবন বহন করে যেতে হবে। আয়াম ওকে উইথ দ্যাট। হয়তো এইদেশে এই শহরে কোনওদিন আমার মেয়েটাও হয়ে যাবে "শিকার", ডুবে যাবে রণতরী- তার অজস্র ছিদ্র দিয়ে ঢুকবে নোনাপানি আমি ঠ্যাকাতে পারবো না...

কিন্তু যতক্ষন শ্বাস আছে আমার চিৎকার আমি জারি রাখব। আমি মানে কিন্তু আমরা।

ইশরাত জাহান ঊর্মি: সাংবাদিক

news24bd.tv / কামরুল