সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবিতে মানববন্ধন

সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবিতে মানববন্ধন

Other

সুনামগঞ্জে সব হাওরে দ্রুত ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু এবং প্রকল্পের তালিকা সরকারি ওয়েব পোর্টালে প্রকাশের দাবিতে মানববন্ধন হয়েছে। হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে বাঁধ নির্মাণের নির্ধারিত সময়ের প্রায় একমাস হতে চলেছে। কিন্তু এখনো হাওরে ২০ ভাগ প্রকল্পের কাজ শুরু হয়নি।

আড়াই মাসেও প্রকল্প নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ শেষ হয়নি। কাজ চলছে ডিমেতালে। তাই নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হওয়ার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।  


দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্ত কমেছে

আবাসিক কটেজ থেকে ৫২ জন নারী-পুরুষকে আটক

যশোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


বক্তারা আরও বলেন, এবারও বিভিন্ন হাওরে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হচ্ছে।

প্রকল্পের সংখ্যাও বাড়ছে। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে। পাশাপাশি সব পিআইসির তালিকা সরকারি ওয়েব পোর্টালে প্রকাশ করতে হবে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী, সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক সুখেন্দু সেন, যুগ্ম-আহবায়ক দুলাল মিয়া, সদস্যসচিব মো.রাজু আহমেদ, সদস্য আরতি তালুকদার প্রমুখ।

news24bd.tv / কামরুল