নোয়াখালীতে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা 'বন্দুকযুদ্ধে' নিহত

নোয়াখালীতে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা 'বন্দুকযুদ্ধে' নিহত

নিউজ ২৪ ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলম নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের দাসেরগো বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আলম বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশের দাবি, নিহত আলম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

তার নামে একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের স্থান থেকে একটি পিস্তল, একটি পাইপগান, তিন রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে নিহতের পরিবারের অভিযোগ আলম যুবদল করতো। তার বিরুদ্ধে রাজনৈতিক কয়েকটি মামলা রয়েছে।

এ কারণে তাকে হত্যা করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদের ভাষ্য, আলম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় নয়টি মামলা ও ১০টি ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেপ্তারের পর সে জানায় তার নিকট বেশ কিছু অস্ত্র রয়েছে। তার স্বীকারোক্তি অনুসারে রাত তিনটার সময় উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের দাসেরগো বাগানে মাটির নিচে পুতে রাখা অস্ত্রগুলো উদ্ধারে গেলে আলম ডাকাতের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ে আলম গুলিবিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আলমের পরিবারের দাবি, পুলিশ আলমকে হত্যা করেছে। মাটির নিচে পুতে রাখা অস্ত্র উদ্ধারের জন্য রাতে যাওয়ার দরকার কী?

সম্পর্কিত খবর