আমি নাকি পাগল আপনারাই বিচার করেন: কাদের মির্জা

আবদুর কাদের মির্জা (ফাইল ছবি)

আমি নাকি পাগল আপনারাই বিচার করেন: কাদের মির্জা

অনলাইন ডেস্ক

নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুর কাদের মির্জা বলেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলি তখন আমাকে জাতীয়ভাবে বলা হয় আমি নাকি পাগল, উন্মাদ। এর বিচারটা আপনাদের কাছে দিলাম। ’ 

আজ শনিবার সকালে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের পথসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।


ঘরের মধ্যে পশু তৈরি হচ্ছে কী না দেখা জরুরি

ছুটির দিনে বই


কাদের মির্জা বলেন, ‘আমি সবার বিরুদ্ধে বলি না, দলের মধ্যে ভাল লোকও আছে।

কিন্তু অধিকাংশ শেখ হাসিনাকে অসহযোগিতা করে। বিএনপি দুর্নীতির বিচার করতে পারেনি, শেখ হাসিনা পেরেছে, আমি অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে এই নির্বাচন করছি। ’ 

তিনি বলেন, ‘আসলে দুঃখ্যজনক হলেও সত্য- আজকে আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি যখন অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি, নোয়াখালীর ত্যাগী নেতাদের কথা বলি, কবিরহাটে আমার নিরিহকর্মীদের কথা বলি, কোম্পানীগঞ্জের অসহায় ছেলেমেয়েদের চাকরির কথা বলি, এ এলাকার মানুষের গ্যাসের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলি তখন আমাকে জাতীয়ভাবে বলা হয় আমি নাকি পাগল। ’

জনতাকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন ছেুড়ে বলেন, ‘আমি পাগল?’ এসময় জনগণ সমস্বরে উত্তর দেন- ‘না না।

’ এরপর তিনি বলেন, ‘১৬ তারিখে আমি পাগল না কি সেটা প্রমাণ করবো। ’ 

নোয়াখালীর আঞ্চলিক উচ্চারণে তিনি বলেন, ‘যে আমাকে পাগল আর উন্মাদ বলেছে, গোপালগঞ্জে যেখানে ৯৯ ভাগ আওয়ামী লীগ সেখান থেকে সে এমপি হয়েছে। আগে মন্ত্রী ছিল এখন নেই। ওনার সম্পর্কে সবাই জানে। কি কি অনিয়ম তিনি করেছেন। অনিয়ম না করলে ওনাকে মন্ত্রী বানায়নি কেন? উনি আমাকে বলেন পাগল উন্মাদ। ’

news24bd.tv / কামরুল