করোনায় মারা গেলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু এবং বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি
অভিনব বেশভুষা ধারণ করা হামলাকারী আটক
অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দিয়ে ক্যাপিটলহিলে হামলা চালানোর অভিযোগে জ্যাকব অ্যান্থনি চেঞ্চলি নামে একজনকে আটক করেছে এফবিআই। খালি গায়ে, মাথায় সিং পড়া, সারা শরীরে ট্যাটু আঁকা এবং একহাতে মাইক অন্যহাতে পতাকা নিয়ে ক্যাপিটল ভবনের সামনের একটি ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় এই তথ্য।
ক্যাপিটলহিলের ঐ দিনের হামলায় পাঁচজন নিহত হয়েছে। হামলায় সিনেটের অধিবেশন পর্যন্ত স্থগিত রাখতে হয়েছে।
পুলিশ এরই মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে শুরু করেছে। স্পীকার ন্যান্সি পেলোসির ডেস্কে পা তুলে বসা ব্যক্তিকেও আটক করা হয়েছে।
জ্যাকব অ্যান্থনি চেঞ্চলি অভিনব এই বেশভুষা ধারণ করে ক্যাপিটলহিলে হামলা করে।
অপর ব্যক্তির নাম রিচার্ড বার্নেড । তিনি ক্যাপিটল ভবন থেকে বাইরে বেরিয়ে স্পিকার পেলোসির অফিস থেকে নিয়ে আসা একটি মেইল হাতে উঁচিয়ে ক্যামেরায় পোজ দেন। ঘটনার সময় রিচার্ডের মুখে দাঁড়ি এবং মাথায় ছিল বেইস বল ক্যাপ। কিন্তু পরে তিনি ক্লিন সেভ করে করে বেশভুষা পরিবর্তন করে ফেলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
সাঈদ খোকনের বক্তব্যে ‘ব্যক্তিগত আক্রোশের’ : মেয়র তাপস
মাঠে নয় বড় পর্দায় আসছেন ইরফান পাঠান
বড় ভাইকে সতর্ক হতে বললেন ছোট ভাই
শুক্রবার সকালে রিচার্ড বার্নেডকে আরকানসাস রাজ্যের লিটল রক থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জনগণের সম্পদ তছরুপ, সংরক্ষিত স্থানে অবৈধ অনুপ্রবেশসহ ৩টি ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
ক্যাপিটলহিলে হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক অধ্যায় বলে অভিহিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
news24bd.tv/আয়শা
পরবর্তী খবর
মন্তব্য