আবরার হত্যা মামলা: ১৯ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ

আবরার হত্যা মামলা: ১৯ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ১৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার (১১ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ দিন ধার্য করেন।

এদিন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবির আহম্মেদ আদালতে সাক্ষ্য দিতে আসেন। তার মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় বিচারকে বলে চলে যান তিনি।

এসময় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন।


আরও পড়ুন: বড় জা রওশন আরা ওয়াহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


এর মধ্য দিয়ে মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

news24bd.tv আহমেদ