পোপের ইরাক যাত্রা অনিশ্চিত

পোপের ইরাক যাত্রা অনিশ্চিত

অনলাইন ডেস্ক

কোভিড-১৯ এর কারণে অনিশ্চিত হয়ে পড়েছে পোপের ইরাক যাত্রা।

আগামী মার্চে ৫-৮ তারিখে তার ৪ দিনের ইরাক সফর অনিশ্চিত বলে একটি ইতালিয়ান টেলিভিশন চ্যানেলকে জানান তিনি। এটি ইরাকে যে কোন পোপের প্রথম সফর ছিলো।

কানেল-৫ নামের এক টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, "হ্যাঁ, আমাকে সফরটি বাতিল করতে হতে পারে... কারণ এরকম পরিস্থিতিতে আমি লোকের জমায়েতের কারণ হতে পারি না।

এখন আমি জানি না ইরাক যাত্রা হতে পারে কিনা। জীবন বদলে গেছে। "


ক্যাপিটাল হিলের হামলা কী পূর্বপরিকল্পিত?

‘ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে পারস্য উপসাগর’


গত মাসে পোপ ফ্রান্সিসের ইরাক যাত্রার সময়সূচী ঘোষণা হলে ইরাকের প্রেসিডেন্ট ব্রাহিম সালেহ টুইটারে বলেন, "এটি ইরাকের সকল ধর্মের মানুষের মাঝে শান্তির বার্তা নিয়ে ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠা করবে। "

৮৪ বছর বয়সী পোপ ফ্রান্সিসের এই সপ্তাহেই কোভিড-১৯ এর টিকা নেয়ার কথা রয়েছে।

তাছাড়া তিনি তার সাক্ষাৎকারে যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে এই টিকা নেয়ার আহবান জানিয়েছেন তিনি।

news24bd.tv / nakib