বৈরি আবহাওয়ার কবলে বিশ্বের বেশ কয়েকটি দেশ

বৈরি আবহাওয়ার কবলে বিশ্বের বেশ কয়েকটি দেশ

Other

নজিরবিহীন তুষারপাতে অবরুদ্ধ হয়ে পড়েছে স্পেনের প্রায় অর্ধেক অঞ্চল। বাড়ছে ক্ষয়ক্ষতি পরিমান। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ভয়াবহ তুষারধসে শিশুসহ তিনজন মারা গেছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করায় তুষারপাত অব্যাহত রয়েছে জার্মানিতে।

একদিকে যখন তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবন অন্যদিকে অসহনীয় গরমে পুড়ছে গ্রিস।

‘হিট’থেকে বাদের কারণ জানালেন শবনম ফারিয়া

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির দায়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

নামাজ পড়া হারাম যে সময়ে

ফিট থাকার সিক্রেট জানালেন সোনাক্ষী

গেল ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতে বিপর্যস্ত স্পেন। তুষার ঝড় ফিলোমেনার কবলে পড়ে তুষারে ঢেকে গেছে দেশটির অর্ধেকের বেশি অংশ। দেশটির ২০ হাজার কিলোমিটার সড়ক এখন বরফের পুরু আস্তরের নিচে।

কোনো কোনো জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। রাস্তাঘাটে আটকা পড়েছে যানবাহন। মাদ্রিদের তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রিতে নামার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অফিস।

বেশ কয়েকদিন থেকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করায় তুষারপাত অব্যাহত রয়েছে জাপানের বেশ কয়েকটি অঞ্চলেও। বরফ জমে যান চলাচলের অযোগ্য হয়ে ওঠায় বেশ কিছু রাস্তা বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।   

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল ভয়াবহ তুষারধসে একই পরিবারের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বরফে চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় কিশোরসহ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এখনও কেউ বরফের নিচে চাপা পড়ে থাকতে পারে এমন আশঙ্কায় সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

একদিকে যখন তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবন অন্যদিকে অসহনীয় গরমে পুড়ছে গ্রিস।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে আফ্রিকার  উত্তপ্ত বাতাসের কারণে এই তাপমাত্রা  বাড়ছে।   রোববার এথেন্সের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

news24bd.tv/আলী