প্রতিবাদের সুর আরো কঠোর করলো রুহানি প্রশাসন

প্রতিবাদের সুর আরো কঠোর করলো রুহানি প্রশাসন

Other

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে এবার পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তেহরান।

পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য আর দুই মাস সময় দিয়েছে রুহানি প্রশাসন।

এদিকে, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেয়া উচিত বলে মন্তব্য করছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের খবরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরাইলে।

ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবার আরও কঠোর প্রতিবাদের সুর তুললো রুহানি প্রশাসন।

 এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল ফজল আমুয়াজি জানান, পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার আগেই প্রত্যাহার করতে হবে সকল নিষেধাজ্ঞা।

তিনি আরও বলেন, পরমাণু চুক্তির বাকি পাঁচ দেশ সমঝোতা বাস্তবায়ন না করলে, দুমাসের মধ্যেই এনপিটির সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে যাবে তেহরান।


ধর্ষণের ঘটনায় শিক্ষাব্যবস্থাকে দোষারোপ কেন?

তাপস ও সাঈদ খোকনের অভিযোগগুলোর কোনটা সত্য কোনটা মিথ্যা


রুহানি প্রশাসনের কোনো মাত্রায়ই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

পরমাণু কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে তেহরান বিপদাপন্ন করে তুলেছে বলেই জানিয়েছেন তিনি।

এদিকে, ইরানের নতুন আরেকটি ভূগৰ্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ইসরাইলে। শহরটির একটি ভিডিও প্রকাশ হওয়ার পর আতঙ্ক দেখা দিয়েছে ইসরাইলি নাগরিকদের মাঝে।

গেল শুক্রবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।

news24bd.tv / nakib