ব্ল্যাক বক্স পাওয়া গেছে

ব্ল্যাক বক্স পাওয়া গেছে

Other

ইন্দোনেশিয়ার শ্রীবি জয়া এয়ারের বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধান মিলেছে। রোববার শ্রিবি জয়া এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইটটির ব্ল্যাক বক্স রেকর্ডারের সন্ধান পাওয়ার কথা জানান সামরিক প্রধান জাহ জান্তো৷ দ্রুতই সেটি পুনরুদ্ধার করা হবে বলেও জানানো হয়েছে।

রোববার সকালে উদ্ধারকাজে নিয়োজিত সামরিক নৌযান প্লেনটি থেকে সংকেত পায়৷ ডুবুরিরা সমুদ্রের ৭৫ ফুট নিচ থেকে কিছু ধ্বংসাবশেষও উদ্ধার করেছেন। খুঁজে পেয়েছেন মানুষের শরীরে অংশবিশেষ আর কাপড়।


আরও পড়ুন: কিম জং উনের নতুন পদ


শনিবার স্থানীয় সময় বেলা আড়াইটায় জাকার্তা থেকে যাত্রী নিয়ে ওয়েস্ট কালি মান্তান প্রদেশের রাজধানী পনতিয়া-নাকের উদ্দেশে রওনা হয় বোয়িং ৭৩৭ ফাইভ হান্ড্রেড উড়োজাহাজটি।  

উড্ডয়নের পরপরই ফ্লাইট এসজে১৮২ এর সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রী বুদি কারিয়া জানান, বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয় শ্রীবি জয়ার উড়োজাহাজটি।   ফ্লাইটটিতে ১২ জন ক্রুসহ মোট ৬২ জন আরোহী ছিলেন।

news24bd.tv আহমেদ