ট্রাম্পের ডিগ্রি ফিরিয়ে নিয়েছে লিহাই বিশ্ববিদ্যালয়

ট্রাম্পের ডিগ্রি ফিরিয়ে নিয়েছে লিহাই বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে নিয়েছে দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের লিহাই বিশ্ববিদ্যালয়।

গত বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার দুই দিন পর শুক্রবার (৮ জানুয়ারি) লিহাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি এ সিদ্ধান্ত জানায়। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ৩২ বছর আগে ট্রাম্পকে এ ডিগ্রি দিয়েছিল ওই বিশ্ববিদ্যালয়।

তবে, বিশ্ববিদ্যালয়টির কাছে ডিগ্রি প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেনি।


প্রতিবাদের সুর আরো কঠোর করলো রুহানি প্রশাসন

আনুশকার শরীরে মিলেছে রহস্যজনক ‘ফরেন বডির’ আলামত


১৯৮৮ সালে লিহাই বিশ্ববিদ্যালের এক সমাবর্তন অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে এ সম্মাননা ডিগ্রি দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিটাও এক টুইটে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

তিনি টুইটে লেখেন, পাঁচ বছর যাবত আমাদের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে চাপের পর লিহাই বোর্ড অব ট্রাস্টি সিদ্ধান্ত নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সম্মাননা ডিগ্রি প্রত্যাহার করেছে।

news24bd.tv / nakib