না.গঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

না.গঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Other

নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গায় স্থাপিত অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। ডাবল রেললাইন দ্রুত করার স্বার্থে সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কালিরবাজার ও কেন্দ্রীয় রেলওয়ে সংলগ্ন এলাকায় রেলওয়ের জমিতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন দোকান, কয়েকটি খাবারের হোটেল, অস্থায়ী বাসস্থানসহ অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীর ভূ-সম্পত্তি কর্মকর্তা ও উপ সচিব (ডেপুটি কমিশনার) নজরুল ইসলাম।

রেলওয়ের বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও উপ সচিব (ডেপুটি কমিশনার) নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ছিলেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে এসময় শহরের ঐতিহ্যবাহী মাউরা হোটেলকে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় ৩ মাসের সময় দেওয়া হয় স্থাপনা সরিয়ে দেওয়ার জন্য।

এছাড়া শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ’র সঙ্গে বিরোধপূর্ণ জমির বিষয়েও সরেজমিনে পরিদর্শন করেন ঊর্ধ্বতনরা।

সাঈদ খোকনের বক্তব্যে ‘ব্যক্তিগত আক্রোশের’ : মেয়র তাপস

মাঠে টাইগাররা

মাঠে নয় বড় পর্দায় আসছেন ইরফান পাঠান

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে গঠিত সরেজমিনে পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো সরেজমিনে দেখা রেলওয়ে সূত্র জানায়, গতকাল সকাল থেকে কেন্দ্রীয় রেলওয়ে সংলগ্ন এলাকায় ভান্ডারী হোটেল, আল মদিনা বিরিয়ানী হাউস, আল আমিন ফার্নিচারসহ রেলওয়ের জমিতে স্থাপিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।

তবে শহরের ঐতিহ্যবাহী মাউরা হোটেল উচ্ছেদের বিষয়ে উচ্চ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার কারণে রেল কর্তৃপক্ষ হোটেলটি সরিয়ে নিতে ৩ মাসের সময় বেঁধে দিয়েছে।

মাউরা হোটেলের মালিক সেলিম আহমেদ হেনা জানান, নারায়ণগঞ্জে ডাবল রেললাইন হবে এটি সুসংবাদ। আমরাও এটাকে স্বাগত জানাই। তবে আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্য এ মাউরা হোটেলটি যা প্রায় ৯০ বছরের পুরনো। আমরা অন্যত্র জমি নির্ধারণ করছি আর সেখানেই আমরা আমাদের গ্যাস, পানি, বিদ্যুৎ সবকিছু সরিয়ে নেব। আমাদেরকে তিন মাসের সময় দেওয়া হয়েছে।

news24bd.tv তৌহিদ