ওমরাহ হজ করতে হলে নিতে হবে করোনার টিকা

ওমরাহ হজ করতে হলে নিতে হবে করোনার টিকা

অনলাইন ডেস্ক

ওমরাহ হজ পালনে আসছে নতুন শর্ত। মহামারি করোনার টিকা ছাড়া ওমরাহ পালন করতে পারবে না কেউ। আল-আরাবিয়া চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন। সংবাদমাধ্যম গালফ বিজনেস ডটকম এ খবরে এমনটিই বলা হয়েছে।

আল-আরাবিয়া চ্যানেল সূত্রে জানা যায়, যারা ওমরাহ করতে চান তাদের অবশ্যই করোনার টিকা নিতে হবে।

মন্ত্রী জানান, ‘করোনা যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য নিরাপদ, সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য এ উদ্যোগ নিতে যাচ্ছে সৌদি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।


আরও পড়ুন: দারোয়ানের বর্ণনা ও দিহানের স্বীকারোক্তির মিল আছে


হজ মন্ত্রী আরও বলেন, ‘ওমরাহ কার্যক্রম চালু রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো অব্যাহত থাকবে।

ওমরাহ পালনকারীদের বয়সসীমার ক্ষেত্রে প্রাধান্য থাকবে। অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা এবং নামাজে নিজ নিজ বিছানা বহন করা।

হজমন্ত্রী মোহাম্মাদ বেনতেন-এর এ ঘোষণায় কবে থেকে বাস্তবায়ন হবে এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য করোনার কারণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয় সৌদি সরকার। দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৪ অক্টোবর থেকে কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে শুরু করা হয়।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক