বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
দর্শক রিভিউ নিয়ে ভালোবাসার রেসিপি
সুকন্যা আমীর
অনলাইনের এ যুগে অনেকেই অনেক কিছু নিয়ে রিভিউ দেন। যে কনটেন্টের রিভিউ যতবেশি চমকপ্রদ, তার বাজার মূল্যও তত বেশি উন্নত। আবার হিতের বিপরীতে এই রিভিউ হয়ে ওঠে ক্ষতির কারণ। দর্শক, রিভিউ দেয়া-নেয়া নিয়ে সম্প্রতি, রাজধানী উত্তরায় হয়ে গেলো নাটকের সুটিং। নাম ভালোবাসার রেসিপি।
অনলাইনের এ যুগে তারকাবনে যাওয়া এই তরুণের ফ্যান-ফলোয়ারের সংখ্যা লাখের ঘর ছাড়িয়ে। তাই তার ব্লগ আর রিভিউ চটপট ছড়ায় ফেইসবুকে।
সাইদের দেয়া এক মিথ্যা রিভিউ-এ ক্ষতি হয়ে যায রকি সাহেবর। চাকরি হারায় কর্মচারিরা, দীর্ঘদিন ধরে গড়ে তোলা রেস্টুরেন্টটাও বন্ধ হয়। জটিল এক সমীকরণের হিসাব কষতে কষতেই এগোয় নাটকের কাহিনী। যার নাম ভালোবাসার রেসিপি। রচনায় মুন্তাহা বৃত্তা।
আরও পড়ুন: ইংরেজি ভাষায় মাসুদ পথিকের নতুন ছবি
কেবল বিনোদন নয়, সামাজিক সচেতনতার বার্তাও বহন করে, টেলিভিশন নাটক। তাই সাম্প্রতিক বিষয়াদিকে গুরুত্ব দেয়া উচিত ফিকশনগুলোয়, এমনটাই মনে করেন নির্দেশক।
সম্প্রতি রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণ।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য