রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে, নিহত ৩

ফাইল

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন।  তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে পাথরবোঝায় ট্রাকটি রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যাচ্ছিল। এসময় ট্রাকটি রাঙামাটি কতুবছড়ি-খাগড়াছড়ি বেইলি ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রীজটি মাঝখানে ভেঙে ট্রাকসহ কাপ্তাই হ্রদে তলিয়ে যায়। এসময় ট্রাকে ছিল চালকসহ আর দুই শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।


আরও পড়ুন: নতুন বছরের পুরো বেতন চায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে কাপ্তাই হ্রদ থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতদের মধ্যে একজন ট্রাক চালক। অন্য দুইজন শ্রমিক। এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। লাশগুলো রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ব্রীজ ভেঙে যাওয়ার কারণে আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

news24bd.tv আহমেদ