ট্রাম্প সমর্থকদের ৭০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

ট্রাম্প সমর্থকদের ৭০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

অনলাইন ডেস্ক

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা অনেকদিন ধরেই মিথ্যা ষড়যন্ত্রের একটি তত্ত্ব উপস্থিত করার চেষ্টা করছেন। একে মিথ্যা প্রচার বলে ৭০ হাজার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করলো সংস্থাটি।

কিউঅ্যানন নামে সেই ষড়য়ন্ত্রের মূল ভিত্তি ছিলো, ট্রাম্পকে সরাতে শিশু যৌন নিগ্রহকারীরা যুক্ত, যাদের মধ্যে ডেমোক্র্যাটদের বড় নেতা ও হলিউড সেলেব্রিটিরা রয়েছেন। ক্যাপিটল হিলের প্রশাসনিক ভবনে ট্রাম্প সমর্থকরা হামলা চালানোর পরই এই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা শুরু হয়।


যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার আশঙ্কা

তৈমুরের সাথে সদ্যোজাত কন্যাকে নিয়ে ট্রলের মুখে বিরাট-আনুশকা


সেই সূত্র ধরেই টুইটার জানিয়েছে, সরাসরি সহিংসতায় ইন্ধান যোগাতে পারে, এমন টুইট করা হয়েছে এই অ্যাকউন্টগুলি থেকে। এর ফলে যারা কিঅ্যানন বিষয়ে কোনও আপত্তিকর পোস্ট শেয়ার করেছেন, সেগুলোও সরিয়ে নেওয়া হল। পাশাপাশি ৭০ হাজার অ্যাকাউন্ট থেকে ক্রমাগত এই ধরনের পোস্ট দেওয়া হচ্ছিল, যে কারণেই এগুলি সাসপেন্ড করা হল। '

গত শুক্রবার টুইটার ঘোষণা করে, যে বা যারা এই মিথ্যা ষড়য়ন্ত্রের তত্ত্ব খাড়া করছেন, তাঁদেরও অ্যাকউন্ট সরিয়ে নেওয়া হবে।

যার ফল দেখা গেলো এই ৭০ হাজার অ্যাকাউন্ট সরিয়ে নেয়ার মধ্য দিয়ে।

news24bd.tv / nakib