সাইকেল চালিয়ে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

সাইকেল চালিয়ে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ১০ নং ডাইনিং স্ট্রিট থেকে সাত মাইল দূরে বাই সাইকেল চালিয়ে যাওয়ায় তোড়ের মুখে পড়েছেন। রোববার দুপুর ২ টার দিকে পার্কগোয়ার্স তার পূর্ণ সিকিউরিটি সহ পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ডের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে জনসনকে সাইক্লিংয়ে দেখেন।  

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাইনিং স্ট্রিটের সূত্র গার্ডিয়ানকে জানায়, এটা প্রধানমন্ত্রীর নৈমত্তিক শরীরচর্চার অংশ। তিনি ওয়েস্টমিনিস্টার থেকে সাইকেল চালিয়ে এসছেন নাকি গাড়িতে এসেছেন এব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ওই সূত্র।

বরিস জনসন এসময় করোনার সুরক্ষাবিধি মেনেই ড্রাইভ করেছেন বলে জানায় তার বাসভবনের কর্মকর্তারা। যদিও যুক্তরাজ্যের সরকারি গাইডলাইনে বলা আছে করোনা সংক্রমণ রোধে শরীরচর্চার জন্য বাড়ির বাইরে যাওয়া বারণ।  


যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার আশঙ্কা

তৈমুরের সাথে সদ্যোজাত কন্যাকে নিয়ে ট্রলের মুখে বিরাট-আনুশকা


তবে, জনসনের মুখপাত্র বলেছেন, তিনি কোন সুরক্ষা বিধি লঙ্ঘন করেনি।

বরিস জনসন সাইকেল চালাতে খুবই পছন্দ করেন।

ওয়েস্টমিনিস্টার থেকে সবসময়ই তিনি জগিং করার জন্য সাইকেল চালিয়ে ভ্রমণে বের হন।  

লেবার পার্টির একজন এমপি অ্যান্ডি স্লটার বলেছেন, "প্রধানমন্ত্রী হিসাবে আমি যা বলি তা নিজেরই করা উচিৎ। দেশের মধ্যে লন্ডনেই সবচেয়ে বেশিরভাগ সংক্রমণের হার রয়েছে। বরিস জনসনের উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়া উচিত। "

সূত্র: দ্যা গার্ডিয়ান

news24bd.tv / আয়শা