নিউইয়র্কে ইয়োলো সোসাইটির বর্ণাঢ্য অভিষেক

নিউইয়র্কে ইয়োলো সোসাইটির বর্ণাঢ্য অভিষেক

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

প্রবাসের অন্যতম পেশাজীবী সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্কর নতুন কমিটির অভিষেক গত ২৭ মার্চ  উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে।

তিন পর্বে সাজানো অনুষ্ঠানের শুরুতে ছিল নতুন কমিটির শপথ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুল আউয়াল ভূইয়া। পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুব হোসেন।

শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুস সালাম। তাকে সহযোগিতা করেন কমিশনের অপর সদস্য এসএম জুয়াহেরুর রহমান জুয়েল ও মিজবাহ উদ্দিন মিন্টু। শপথের পর নতুন কমিটির সদস্যদেরকে ফুলের তোড়া ও করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।

দ্বিতীয় পর্ব আলোচনা সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী ফেরদৌস।

নতুন কমিটিকে শুভেচ্ছা ও সংগঠনকে গতিশীল করার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন সাবেক ও বর্তমান কমিটির কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, বহু আশা-আকাঙ্ক্ষা আর ভালবাসায় আমাদের প্রিয় সংগঠন ‘ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’। সংগঠনের দীর্ঘ পথচলা আমরা সকলে এক ও অভিন্ন। আজকের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উৎসাহিত করছে। তাই আমরা গর্বিত। সংগঠনের মাঝে আমরা যুগ যুগ বেচেঁ থাকি। এ প্রত্যাশায় সকলকে অভিনন্দন।

প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠ ও সুন্দর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। বিদায়ী সভাপতি আব্দুল আউয়াল ভূইয়া সোসাইটির সম্মানে প্রতিহিংসার ঊর্ধ্বে কাজ করার আহবান জানান।  

নতুন সভাপতি মো. জহিরুল ইসলাম বলেন, ইয়েলো সোসাইটিকে সামাজিক ও কল্যাণমূলক কাজে আরো অধিকতর ভূমিকা পালনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

তৃতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক আনিস রহমান ফরিদ। সঞ্চালনা করেন অমিত দে। এতে সঙ্গীত পরিবেশন করেন তানভীর শাহীন, রোকসানা মির্জা।  

আরও উপস্থিত ছিলেন, আরবাব, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক টি হোসেন তোফা, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, যুগ্ম কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব চন্দ্র হালদার, ক্রীড়া সম্পাদক একেএম মামুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক আনিস রহমান ফরিদ, দপ্তর সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এনজেল, সদস্য মোরশেদ খান শিবলী, কবির হোসেন আলতাফ, শেখ ইলিয়াস হাবিব, মাহবুব হোসেন।

নিউজ টোয়েন্টিফোর/প্রতিনিধি/তৌহিদ)

সম্পর্কিত খবর