চীনে সোনার খনিতে ২২ শ্রমিক আটকা

চীনে সোনার খনিতে ২২ শ্রমিক আটকা

Other

চীনের পূর্বাঞ্চলীয় সানডং প্রদেশের একটি সোনার খনিতে বিস্ফোরণে অন্তত ২২ জন শ্রমিক আটকে পড়েছেন। শিচেং টাউনশিপ এলাকায় ওই দুর্ঘটনার পর আটকে পড়াদের উদ্ধার করতে উদ্ধারকারী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ।  

রয়টার্স জানায়, বিস্ফোরণে মাটির নিচের যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। ঝাওজিন মাইনিং নামের খনিটির মালিক প্রতিষ্ঠান শানডং উকাইলং ইনভেস্টমেন্ট।

গেল ডিসেম্বরে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরে একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জন প্রাণ হারান। এর আগে সেপ্টেম্বরের সংজাও কয়লা খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বেড়ে অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়। চীনের বিভিন্ন খনিকে বিশ্বের সবচেয়ে বেশি প্রাণঘাতী বলে আখ্যা দিয়েছে রয়টার্স।

 

news24bd.tv/আলী