ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধে টুইটারের বাজারমূল্যে পতন

ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধে টুইটারের বাজারমূল্যে পতন

Other

ভবিষ্যতের হামলা ও সহিংসতার শঙ্কায় গেল শুক্রবার স্থায়ীভাবে বন্ধ হয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার একাউন্ট। আর ৮ কোটি ৮০ লাখ ফলোয়ারের ওই অ্যাকাউন্ট বন্ধ করায় টুইটারের শেয়ারবাজারে ব্যাপক প্রভাব পড়েছে। গেল তিনদিনে তাদের দরপতন হয়েছে প্রায় ৫শ কোটি ডলারের।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ৫১ দশমিক চার আট ছিল টুইটারের প্রতি শেয়ারের মূল্য।

যা সোমবার কমে প্রথমে ৪৭ দশমিক এক ছয় ডলারে দাঁড়ায়। পরে তা আবার বেড়ে প্রায় ৪৯ ডলার দাম হয়। তবে ট্রাম্পের ঘটনায় টুইটারের বাজারমূল্য প্রায় ৫শ কোটি ডলার দরপতন হয়েছে। যা প্রায় ১২ শতাংশ ক্ষতির বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

মরদেহ পোড়ানোকালে হঠাৎ ভেঙ্গে পড়ল ছাদ, নিহত ১৯

আরও পড়ুন: ধর্ষকের গোপনাঙ্গ কাটার আইন চেয়ে আদালত প্রাঙ্গণে তিনি

ওরা আমার বুক, গোপনাঙ্গ পুড়িয়ে দিয়েছে : সৌদি ফেরত তরুণী

ট্রাম্পের ৮৮ মিলিয়ন ফলোয়ার সম্বলিত একাউন্ট স্থায়ীভাবে বন্ধের বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। তাদের মধ্যে অনেকেই শেয়ারবাজারে রয়েছেন। ফলে একাউন্টটি বন্ধ হওয়ায় টুইটার বিমুখী হতে শুরু করছেন তারা।

news24bd.tv তৌহিদ