নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
কৃত্রিম হৃদপিন্ডের অনুমোদন দিলো ইউরোপীয় ইউনিয়ন
আন্তর্জাতিক ডেস্ক
মানুষের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো হৃদপিন্ড। আর অনেক উন্নত দেশেই হার্ট ট্রান্সপ্লানটেশন বেশ সহজ হলেও অনেক ক্ষেত্রেই রোগীর শরীরের সঙ্গে ম্যাচ করে না। আর এ কারণে কৃত্রিম হৃদপিন্ডের প্রয়োজন অনুভব করেন বিজ্ঞানীরা।
এরইমধ্যে সফল হয়েছেন চীন, যু্ক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিজ্ঞানীরা। ফরাসি বিজ্ঞানীদের উদ্ভাবিত আরো উন্নত আর্টিফিশিয়াল হার্ট এবার ইউরোপিয় ইউনিয়নের অনুমোদন পেলো। যাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। চলতি বছরই এই আর্টিফিশিয়াল হার্টমেকার ‘কারমেট’ এর বিক্রি শুরু করতে যাচ্ছে ফ্রান্স। হার্ট ডোনারের অভাব পূরণ করবে এই কৃত্রিম হৃদপিন্ড।
চীনে সোনার খনিতে ২২ শ্রমিক আটকা
ভাইরাসের উৎস সন্ধানে চীনে যাবে ডব্লিউএইচওর তদন্তকারী দল
অসুস্থ্য ও মৃতপ্রায় হৃদপিন্ডের রক্ত সরবরাহ করতে পাম্প করতে সহায়তা করার জন্য এই কারমেট নামের কৃত্রিম হার্টমেকার কাজ করবে। প্রাথমিকভাবে এই হার্টমেকারের দাম ধরা হয়েছে দেড় লাখ ইউরো। ইউরোপে বিভিন্ন দেশে আগে কৃত্রিম হৃদপিন্ডের সরবরাহ শেষে আগামী ২০২৪ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের কাছে অনুমোদনের জন্য আবেদন জানাবে ফ্রান্স।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য