মুচলেকায় ছাড়া পেল ‘পাখি চোর’

মুচলেকায় ছাড়া পেল ‘পাখি চোর’

Other

নাটোরের সিংড়ায় বন্দী খাঁচা থেকে মুক্ত আকাশে উড়ল ২টি ঘুঘু । আর মুচলেকায় ছাড়া পেল এক কিশোর পাখি চোর। আজ মঙ্গলবার দুপুরে পাখি দুটি সিংড়া থানা চত্বরে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, চলনবিল জীববৈচির্ত্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী হাসান ইমাম প্রমুখ।

কন্যা শিশুর গোপনাঙ্গ ও কানে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

এর আগে রাত ১১টায় সিংড়া পৌর শহরের গোডাউল পাড়া মহল্লা থেকে খাঁচায় বন্দী পাখিসহ ইয়াছিন আলী নামের এক কিশোরকে আটক করেন চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা।

অতঃপর তাকে রাতেই থানায় নিয়ে আর কোনো দিন চুরি বা কোনো রাষ্ট্র বিরোধী কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

news24bd.tv তৌহিদ