পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে তৃণমূলে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত, নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা ব্যানার্জি
কুকুরের কামড়ে হরিণের মৃত্যু
অনলাইন ডেস্ক
কাপ্তাইয়ের শিল্প এলাকায় কুকুরের কামড়ে বন্য হরিণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২জানুয়ারি) ভোর ৫টায় বন হতে শিল্প এলাকার লোকালয়ে আসা একটি বন্য হরিন কে একদল হিংস্র কুকুর আক্রমণ করে ক্ষতবিক্ষত করে।
কেপিএম চিপারের কর্মকর্তা মো. সালেহীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে পাহাড়ি এলাকা থেকে চিপার এলাকায় একটি হরিণ নেমে আসে। এখানে প্রায়ই রাতে হরিণ নামে কিন্তু কোনো মানুষ হরিণের ক্ষতি করে না। তবে প্রায় রাতে কয়েকটি কুকুর হরিণকে ধাওয়া করে। সোমবার রাতেও বন থেকে কাপ্তাই চিপারে হরিণ নেমে আসে। অন্যান্য দিন ৪/৫টি হরিণ একসাথে নেমে আসলেও সোমবার একটি মাত্র হরিণ কাপ্তাই চিপারে আসে। একা পেয়ে কুকুরের দল হরিণটিকে চারদিক থেকে ঘিরে ধরে এবং কামড়ে মেরে ফেলে।
চীনে সোনার খনিতে ২২ শ্রমিক আটকা
ভাইরাসের উৎস সন্ধানে চীনে যাবে ডব্লিউএইচওর তদন্তকারী দল
এফবিআই'এর কাছে মুসলিমদের তথ্য বিক্রি করেছে মুসলিম অ্যাপ
হরিণটির বয়স আনুমানিক ২ বছর এবং ওজন ১৩ কেজি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত হরিণটি বন বিভাগের নিরাপত্তা প্রহরীরা নিয়ে যায় বলে জানা গেছে।
এদিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার জানান,এটি খুব দুঃখজনক ঘটনা যে হিংস্র কুকুর একটি বনজ সম্পদ কে এভাবে কামড়িয়ে মেরে ফেলেছে। তিনি আরো বলেন, এটিকে পোস্টমর্টেম করে দুপুর আড়াইটায় অফিস কার্যালয়ের পাশে মাটি চাপা দেয়া হয়।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য