ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি করল ট্রাম্প

ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি করল ট্রাম্প

অনলাইন ডেস্ক

নাশকতা এড়াতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এ জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস অফিস এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত শহরে ফেডারেল বাহিনী মোতায়েন করা হবে। জরুরি অবস্থা কার্যকরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

কন্যা শিশুর গোপনাঙ্গ ও কানে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

তাস খেলে বরখাস্ত হলেন ৯ পুলিশ সদস্য

এদিন সকালে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) অভ্যন্তরীণ এক জরুরি বার্তায় আগামী ২০ জানুয়ারিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ও রাজধানী ওয়াশিংটনে সম্ভাব্য সশস্ত্র হামলার সতর্কবার্তা দেয়।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার এই সপ্তাহে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগকে লেখা এক চিঠিতে ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। এরপর রাজধানীতে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প।

news24bd.tv তৌহিদ