বনানী থানার আশপাশের সড়ক যেন অলিখিত ডাম্পিং জোন

বনানী থানার আশপাশের সড়ক যেন অলিখিত ডাম্পিং জোন

Other

রাজধানীর অভিজাত এলাকা বনানীর এফ ব্লকের রাস্তাগুলো যেন বনানী থানার অলিখিত ডাম্পিং জোনে পরিণত হয়েছে। ফলে রাস্তা সংকুচিত হয়ে সকাল-সন্ধ্যা যানজট লেগেই থাকে।  

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কমকর্তা জানান, নিজস্ব জায়গা না থাকায় বাধ্য হয়েই রাস্তায় রাখতে হচ্ছে জব্দ করা যানবাহন। তবে এর সুষ্টু সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়ার কথা জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর অভিজাত এলাকা বনানীর এফ ব্লকের ৭ নম্বর সড়ক। একটু দুর থেকে মনে হতে পারে যানযটে বন্ধ হয়ে আছে সড়কটি। কাছে গিয়ে দেখা যায় বনানী থানার জব্দ যানবাহন রাখায় রাস্তাটি অলিখিত ডাম্পিং জোনে পরিণত হয়েছে। ফলে রাস্তার এক তৃতীয়াংশই সরু হয়ে সৃষ্টি হচ্ছে যানজট।


আরও পড়ুন: মাহফিলে পাগলের কবলে পড়েছিলেন চরমোনাই পীর


অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরে আজম মিয়া জানায়, বনানী থানার বাইরে নিজস্ব কোন জায়গা না থাকায় দুর্ঘটনা কবলিত অথবা আলামতের গাড়িগুলো থানার আশপাশের সড়কে রাখা হয়।  

আর এই সমস্যার একটি স্থায়ী সমাধান চান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি দেয়া হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেশিরভাগ থানার আশ-পাশ এলাকার সড়ক গুলোর চিত্রও একইরকম দেখা যায়।

news24bd.tv আহমেদ