মৃত কিশোরীর জীবিত ফিরে আসা: বিচার বিভাগীয় তদন্তের বিষয়ে শুনানী আজ

মৃত কিশোরীর জীবিত ফিরে আসা: বিচার বিভাগীয় তদন্তের বিষয়ে শুনানী আজ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের মৃত স্কুলছাত্রীর জীবিত ফিরে আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত রিপোর্টের বিষয়ে শুনানি আজ। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে শুরু হবে বলে নিশ্চিত করেন মামলার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বুধবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে।

এর আগে গত ৪ জানুয়ারি জীবিত থাকার পরও নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামিদের স্বীকারোক্তি আদায় সংক্রান্ত সদর থানার কার্যক্রমের বিষয়ে বিচারিক তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়।


আরও পড়ুন: পিল খাইয়ে নারী শিষ্যদের ধর্ষণ, ভণ্ড ধর্মগুরুর ১০৭৫ বছরের জেল


গত ৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সিলগালা করে প্রতিবেদনটি দাখিল করা হয়। আইনজীবীরা জানান, নারায়ণগঞ্জের দিশামনি হত্যা (পরবর্তীতে জীবিত) মামলার বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা হয়েছে। এর পরের দিন ৫ জানুয়ারি মামলাটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি শুরু হয়ে ১৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন আদালত। আজ সেটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে নারায়ণগঞ্জে ‘ধর্ষণ ও হত্যার’ শিকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর জীবিত ফিরে আসার ঘটনার সার্বিক বিষয়ে বিচারিক অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এছাড়া নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ওই ঘটনার এফআইআর, জবানবন্দি, ভুক্তভোগী, আসামি সবার বক্তব্য দিয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

news24bd.tv আহমেদ