ক্যাপিটলে হামলার পরেই করোনা পজেটিভ ৩ জন ডেমোক্রাট আইনপ্রনেতা

ক্যাপিটলে হামলার পরেই করোনা পজেটিভ ৩ জন ডেমোক্রাট আইনপ্রনেতা

অনলাইন ডেস্ক

গত সপ্তাহে ক্যাপিটল হিলে হামলার পরে ৩ জন ডেমোক্রাট আইনপ্রনেতা করোনা আক্রান্ত হয়েছেন। বন্নি ওয়াটসন কোলম্যান, প্রমিলা জয়াপাল এবং ব্র্যাড স্নাইডার তাদের করোনা পজেটিভ হওয়ার খবর নিজেরাই নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।   

গত সপ্তাহের বুধবার (৬ জানুয়ারি) ক্যাপিটলে হামলার সময়ে তারা নিরাপত্তার স্বার্থে একরুমে আটকে থাকন।

ক্যাপিটলে ওই হামলায় পাঁচজন নিহত হয়েছে।  

ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু রিপাবলিকান ওই সময় মাস্ক পরিহিত ছিলো না।  

পাঞ্চবোল নিউজের শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে যে, বেশ কয়েকজন আইন প্রণেতা তাদের দেওয়া ফেসমাস্কগুলি খুলে ফেলছে।  

যাহোক, সিবিএসের এক ভিডিওতে দেখা গেছে মিস জয়াপাল নিজেও মাস্ক খুলে ফেলেছিলেন একসময়।

তারা প্রত্যেকেই এখন আইসোলেশনে আছেন।  


আরও পড়ুন: রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত


চিকিৎসা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আরো অনেক সিনেট সদস্যের মধ্যে করোনা সংক্রমিত হতে পারে। কেননা ওই দিন সবাই নিরাপদ দূরত্বের কথা ভুলে গিয়ে হামলা থেকেই বাচঁতে বেশি সতর্ক ছিলো। ঘটনাটি এমন সময়ে হল যখন যুক্তরাষ্ট্রে দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ভয়ের বিষয় হল সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার বেড়েই চলছে।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এপর্যন্ত প্রায় ২ কোটি ২৬ লাখ লোক করোনা আক্রান্ত হয়েছে। করোনায় মারা গেছে ৩ লাখ ৬৭ হাজার। যদিও করোনার ভ্যাকসিন দেয়া শুরু করেছে দেশটি।  

সূত্র: বিবিসি

news24bd.tv আয়শা