সেই ব্রীজটি সংস্কারে লাগবে ১৪ দিন
রাঙামাটি-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ

সেই ব্রীজটি সংস্কারে লাগবে ১৪ দিন

ট্রাক মালিকের বিরুদ্ধে ৫০লাখ টাকার মামলা
Other

সচল হয়নি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল। এখনো মেরামত করা হয়নি ভেঙে পড়া বেইলি ব্রীজটি। ব্রীজ সংস্কারের জন্য সময় লাগতে পারে আরও ১৪দিন বলছে রাঙামাটি সড়ক ও জনপদ।

তাই রাঙামাটি-খাগড়াছড়ি বিকল্প কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নাথাকায় আপাতত বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

এতে মারাত্মক বিপাকে পরেছে রাঙামাটির কুতুকছড়ি,নানিয়ারচর ঘিলাছড়ি এলাকার বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে অতিরিক্ত পাথর নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যাচ্ছিল একটি ট্রাক। সাথে ছিল আরও দুই শ্রমিক। ট্রাকটি রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের বাজার এলাকার বেইলি ব্রীজের পাড় হওয়ার সময় মাঝখানে ভেঙে পরে ব্রীজটি।

আরও পড়ুন: কাগজের সঙ্গে ঘুমন্ত মেহেদীর দেহও ঢুকল মেশিনে, হলো টুকরো টুকরো

এসময় পাথর বোঝাই ট্রাককসহ কাপ্তাই হ্রদে তলিয়ে যায় চালক মো. আরাফাত, পাথর মালিক মো. জহিরুল ও শ্রমিক মো. বাচ্চু।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের।

বুধবার সকালে এ ঘটনার জন্য রাঙামাটি সড়ক ও জন বিভাগের পক্ষ থেকে ট্রাক মালিকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

রাঙামাটি সড়ক ও জন বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান,রাঙামাটি কুতুকছড়ি এলাকার খাড়ছড়ির সাথে সংযোগ ব্রীজটি এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি। তবে ব্রীজটির ধারণ ক্ষমতা ছিল ১৫টন পর্যন্ত।

কিন্ত পাথর বোঝায় ট্রাকটি ২৫টনের অধিক মাল নিয়ে ব্রীজ উপর উঠার কারণে ব্রীজটি ভেঙে যায়। অথচ ব্রীজের সামনে লিখা আছে ধারণ ক্ষমতার বেশি মালামাল নিয়ে কোন গাড়ি এ ব্রীজে ওঠা যাবে না। তাই ট্রাক মালিকের বিরুদ্ধে ৫০লাখ টাকার মামলা করা হয়েছে। আপাতত রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ভাঙা ব্রীজ সংস্কার করতে সময় লাগতে পারে আরও ১৪দিন। যদিও এ ব্রীজটির জন্য আগেই ৮১মিটার একটি ডিজাইন বাস্তবায়ন করা হয়েছে। তবে নতুন প্রকল্পের কাজ শুরু করা সময়ের ব্যাপার। তাই ভাঙা ব্রীজটি মেরামত করে যানচলাচলের ব্যবস্থা করা হবে।

news24bd.tv তৌহিদ