রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক করোনায় মারা গেছেন, শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
লালপুরে গম ক্ষেতে যুবকের ও রেললাইনে নারীর মরদেহ
নাসিম উদ্দীন নাসিম, নাটোর
নাটোরের লালপুর উপজেলার চষুডাংঙ্গা গ্রামে গম ক্ষেত থেকে এক যুবক এবং পাটিকাবাড়ি এলাকা থেকে যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, বুধবার সকালে কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা এলাকায় স্থানীয়রা গম ক্ষেতের ভেতর অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাবার টাকার দাপটে দিহানের বেপরোয়া জীবন যাপন
বিয়ের পরও পরকীয়া, মেয়েকে গুলি করে মারলেন বাবা!
দুইমাস আগে থেকেই আনুশকা-দিহানের সম্পর্ক
নিহত যুবক, ইমন আলী, নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে।
এদিকে একই উপজেলার এবি ইউনিয়নের পাটিকাবাড়ি এলাকার রেললাইনের পাশে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে পৃথক দুইটি ইউনিয়ন থেকে নারী ও পুরষের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য