ভয়াবহ ভবিষ্যতের হুশিয়ারি শীর্ষ পরিবেশ বিজ্ঞানীদের

ভয়াবহ ভবিষ্যতের হুশিয়ারি শীর্ষ পরিবেশ বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য হ্রাসের ঊর্ধ্বগতির ফলে ভয়াবহ বিপর্যয়ের মুখে বিশ্ব। এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন শীর্ষ পরিবেশ বিজ্ঞানীদের ১৭ জনের একটি দল।

সাধারণভাবে এই প্রভাব যতোটা বোঝা যায় তার চেয়ে আরও বেশি ভয়ঙ্কর এবং বিপদজনক হবে বলে জানায় তারা। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য হ্রাসের কারণে তারা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তার তীব্রতা স্পষ্ট করার জন্যই তারা এই গবেষণাটি চালায়।


ট্রাম্পের অভিশংসন: এরপর কী?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল চীনে পৌঁছেছেন


গবেষণা রিপোর্টে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ইনস্টিটিউটের অধ্যাপক ড্যানিয়েল ব্লামস্টেইন বলেন, "আমাদের সভ্যতা নিয়ে সম্ভাব্য ঝুঁকি নিয়ে কথা বলা অতিরঞ্জিত নয়। হয়তো কেউ এটা বুঝেও বুঝছে না অথবা, এটার জন্য কেউ ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতে চাচ্ছে না। "

জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় সময়ক্ষেপণই দেখায়, সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে বিশ্বনেতারা এর গুরুত্ব উপলব্ধি করতে পারছে না। বিশ্বনেতাদের ঘুম ভাঙানোর জন্য তাদের দিকে প্রয়োজনে 'ঠান্ডা পানি' ছুড়ে মারতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

news24bd.tv / nakib