সিরিয়ায় বিমান হামলায় নিহত বেড়ে ৫৭

সিরিয়ায় বিমান হামলায় নিহত বেড়ে ৫৭

অনলাইন ডেস্ক

সিরিয়ায় কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

ব্রিটেনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, সিরিয়া-ইরাকের সীমান্তবর্তী এলাকায় ২০ বারের বেশি বিমান হামলা চালায় ইসরায়েল।

যুদ্ধ পর্যবেক্ষণকারী গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় সিরিয়ার অন্তত ১০ সেনা সদস্য এবং ৪৭ জন মিত্র যোদ্ধা নিহত হয়েছে।

এছাড়া আহত হয়েছে আরও ৩৭ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দেশটির পূর্বাঞ্চলে ইরানপন্থী যোদ্ধাদের অস্ত্রের গুদামসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ট্রাম্পের অভিশংসন: এরপর কী?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল চীনে পৌঁছেছেন


সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইরাক সীমান্তবর্তী যে এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে সেই এলাকা নিয়ন্ত্রণ করে লেবালিজ হিজবুল্লাহ আন্দোলন এবং ফাতিমিদ ব্রিগেড এর অন্তর্ভুক্ত আধাসামরিক বাহিনী।

এসব বাহিনী গঠিত হয়েছে মূলত ইরান সমর্থক আফগান যোদ্ধাদের সমন্বয়ে।

news24bd.tv / nakib