আমিরাতে ভ্রমণ ভিসায় দূতাবাসের সুপারিশ লাগবে না

আমিরাতে ভ্রমণ ভিসায় দূতাবাসের সুপারিশ লাগবে না

অনলাইন ডেস্ক

রোববার থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে আসা যাত্রীদের দূতাবাস বা কনস্যুলেটের সত্যায়ন কিংবা সুপারিশ প্রয়োজন হবে না।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভ্রমণ ভিসায় আসা ব্যক্তিদের কাজের সুযোগ তৈরি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অসংখ্য প্রবাসী ব্যবসায়ীরা তাদের আত্মীয়-স্বজন বা নিকটজনদের ভিজিট ভিসায় নিয়ে এসে রেসিডেন্স ভিসা করে প্রতিষ্ঠানের জনবল সঙ্কট নিরসনের চেষ্টা চালিয়ে আসছিলেন। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ভ্রমণ ভিসাধারীদের বাধা দেয়ায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে প্রবাসী ব্যবসায়ীদের সংগঠনগুলো।

পরে ভিজিট ভিসাধারীদের দূতাবাসের সত্যায়ন বা সুপারিশের শর্ত জুড়ে দেয়া হয়।

অফুরন্ত সওয়াব অর্জনের দিন শুক্রবার

ইন্টারপোলের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি গডফাদার

হোয়াটসঅ্যাপ বিতর্ক : বাড়ছে ‘বিআইপি’ ব্যবহারকারি

দীর্ঘ দিন পর সেই শর্ত প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ দূতাবাস। ফলে ভিজিট ভিসায় আমিরাতে যাওয়ার পর রেসিডেন্স ভিসায় কাজের সুযোগ পাবেন অনেক বাংলাদেশি।

দূতাবাস থেকে সত্যায়ন বা সুপারিশ বন্ধ করে দেয়া হলেও বাংলাদেশের ইমিগ্রেশনে ফের বৈরী আচরণের শিকার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন প্রবাসীরা।

news24bd.tv /আলী