ইরানের বিরুদ্ধে ট্রাম্পের শেষ নিষেধাজ্ঞা!

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের শেষ নিষেধাজ্ঞা!

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে।
বুধবার (১৩ জানুয়ারি) ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর জারি করা হয় নতুন নিষেধাজ্ঞা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন দাবি করছে, এই দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বৃহৎ একটি অংশ নিয়ন্ত্রণ করে থাকে। এর আগে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর থেকে খারাপের দিকে যেতে থাকে পরিস্থিতি।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশে আলোচনা-সমালোচনা হচ্ছে। আর এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিলেন ট্রাম্প।

অফুরন্ত সওয়াব অর্জনের দিন শুক্রবার

ইন্টারপোলের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি গডফাদার

হোয়াটসঅ্যাপ বিতর্ক : বাড়ছে ‘বিআইপি’ ব্যবহারকারি

মার্কিন অর্থ মন্ত্রণালয় ইসলামি প্রজাতন্ত্র ইরানের যে দুটি ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তার মধ্যে একটি হচ্ছে ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা এবং অন্য একটি হচ্ছে আস্তান কুদস রাজাভি। সংস্থাটি ইমাম রেজা (আ.) এর মাযার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

মূলত ইমাম রেজা হচ্ছেন শিয়া মুসলমানদের অষ্টম ইমাম।

যুক্তরাষ্ট্রের হঠাৎ করে জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন ফাউন্ডেশন দুটির নেতাদের সঙ্গে তাদের সহযোগীরাও। এছাড়াও তাদের সকলের সম্পদ জব্দ করা হবে এবং ফাউন্ডেশনের সঙ্গে যারা লেনদেন করবেন তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানানো হয়েছে।

news24bd.tv /আলী