সামরিক মহড়ায় 'ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল' দেখালো উত্তর কোরিয়া

সামরিক মহড়ায় 'ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল' দেখালো উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেয়ার কয়েকদিন আগে এক মহড়ায় নিজেদের সামরিক শক্তির নমুনা দেখিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে খবর জানা যায়, একাধিক ক্ষেপণাস্ত্রসহ একটি প্যারেড পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সেখানে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য একটি ব্যালিস্টিক মিসাইল দেখা যায়। যেটিকে 'বিশ্বের অন্যতম শক্তিশালী মারণাস্ত্র' বলে উল্লেখ করা হয়েছে।

স্বল্প-দূরত্বের এই ব্যালিস্টিক মিসাইল আগে দেখা যায়নি।

এ মহড়ার আগে এক রাজনৈতিক সভায় যুক্তরাষ্ট্রকে তার দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আখ্যা দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।


মেয়েদের ফাঁদে ফেলত দিহান

ব্রিটিশ তরুণীকে ধর্ষণ : বাংলাদেশির জেল


বৃহস্পতিবার রাতে উল্লসিত কিম ইল স্কয়ারের প্যারেডে কালো চামড়ার কোট, হাতে গ্লাভস ও মাথায় হ্যাট পরিহিত অবস্থায় দেখা গেছে কিমকে। ওই প্যারেডে বড় আকারের সাদা কালো রংয়ের অন্তত চারটি ক্ষেপণাস্ত্র দেখানো হয়েছে।

সেখানে অসংখ্য মানুষ পতাকা উড়িয়ে এ প্রদর্শনীকে স্বাগত জানায়।

news24bd.tv / nakib