দায়িত্ব গ্রহনের আগেই ট্রিলিয়ন ডলার প্রণোদনার ঘোষণা বাইডেনের

দায়িত্ব গ্রহনের আগেই ট্রিলিয়ন ডলার প্রণোদনার ঘোষণা বাইডেনের

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই করোনা-বিধ্বস্ত মার্কিন অর্থনীতির জন্য এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের পরিকল্পনার কথা জানিয়েছেন জো বাইডেন।

এতে প্রত্যেক মার্কিন নাগরিককে সরাসরি এক হাজার ৪০০ ডলার করে দেওয়া হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসে এই প্রণোদনা প্যাকেজ অনুমোদন হলে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকছে এক ট্রিলিয়ন ডলার। যেখানে প্রত্যেক মার্কিনিকে সরাসরি এক হাজার ৪০০ ডলার করে দেওয়া হবে।

ত্রাণ প্যাকেজের আওতায় করোনা মোকাবিলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার আর ছোট ব্যবসার জন্য থাকছে ৪৪০ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার রাতে নিজ শহর উইলমিংটন থেকে এক বক্তৃতায় বাইডেন বলেন, ‘নাগরিকদের দুর্ভোগ আরও গভীর এবং সঙ্কট সুস্পষ্ট হয়েছে। আমাদের হাতে অপচয় করার মতো সময় নেই। ’


সামরিক মহড়ায় 'ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল' দেখালো উত্তর কোরিয়া

প্রেমিকার অশ্লীল ভিডিও ধারণ, প্রতিশোধ নিতে ৫০০ ল্যাপটপ চুরি!


ত্রাণ প্যাকেজের আওতায় বাইডেন আমেরিকানদের টিকা দেওয়ার জন্য ২০ বিলিয়ন ডলার খরচ করতে চান।

এর মধ্যে রয়েছে গণটিকাদান কেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলের জন্য ভ্রাম্যমাণ ইউনিট স্থাপন।

এছাড়া ১৮ মিলিয়নেরও বেশি মানুষ বেকারদের জন্য ত্রাণ প্যাকেজের আওতায় বেকারদের জন্য সাপ্তাহিক ভাতা ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৪০০ ডলার করা হবে।

জো বাইডেন আরও জানিয়েছেন, নাগরিকদের জন্য ন্যূনতম মজুরি দ্বিগুণ করে ১৫ ডলারে উন্নীত করা হবে।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শপথের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

news24bd.tv / nakib